ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর হাইকোর্টে
৯ জুলাই ২০১৯ ১৬:৩৫
ঢাকা: ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফেনীর সোনাগাজী থানার প্রাক্তন ওসি মোয়াজ্জেম হোসেন জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে
উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করে দেন।
ফের হাইকোর্টে জামিন আবেদনের অনুমতি ওসি মোয়াজ্জেমের
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসান উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানির সময় মোয়াজ্জেমের পক্ষের আইনজীবী আহসান উল্লাহ তার জামিন প্রার্থনা করে বলেন, ‘তিনি বয়স্ক লোক, হার্টে সমস্যা আছে, তাছাড়া কানেও কম শোনেন।’
ভিডিও করার সময় ওসি মোয়াজ্জেম নুসরাততে ওই ধরনের প্রশ্ন কেনো করছিল, কোর্টের এই প্রশ্নে তার আইনজীবী জানান, ওসি মোয়াজ্জেমের কানে সমস্যা আছে, তিনি কানে কম শোনেন বলে বারবার প্রশ্ন করছিলেন। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার বিষয়ে জানান, ওসি মোয়াজ্জেম ভিডিওটি ভাইরাল করেনি। সজল নামে স্থানীয় এক সাংবাদিক ভিডিওটি ভাইরাল করেছে।
এ বিষয়ে কোর্ট তার বক্তব্যে বলেন, কিছু কিছু এসপি, ওসি আছে যারা নিজেকে জমিদার মনে করে। ওসি মোয়াজ্জেমের উদ্দেশ্যে বলেন, ওনি যদি নিজে এত প্রশ্ন করে তাহলে আদালত আছে কি জন্য।
এর আগে ১৬ জুন আগাম জামিন নিতে এসে হাইকোর্ট এলাকার বাইরে থেকে গ্রেফতার হন ওসি মোয়াজ্জেম। ওইদিন তাকে শাহবাগ থানায় রাখা হয়। এরপর ১৭ জুন তাকে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন সাইবার ট্রাইব্যুনালের (বাংলাদেশ) বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেন।
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা শিরীন আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের নামে নুসরাতের বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও দেন তিনি।
ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ১৫ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সুমন। বাদীর জবানবন্দি গ্রহণ ও মামলার নথি পর্যালোচনা করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সারাবাংলা/এজেড/এমআই
আরও পড়ুন:
ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
জামিন নিতে এসে ধরা পড়লেন ওসি মোয়াজ্জেম