Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প প্রশাসনকে ‘অদক্ষ’ বলা ব্রিটিশ রাষ্ট্রদূতের পদত্যাগ


১০ জুলাই ২০১৯ ১৮:৩৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ‘অকর্মা’ উল্লেখ করা গোপন চিঠি ফাঁস হওয়ায় চলমান উত্তেজনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ডেরেক। স্থানীয় সময় বুধবার (১০ জুলাই) তিনি পদত্যাগ করেন।

এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ‘নির্বোধ’ ও ‘ক্ষ্যাপাটে’ বলে অ্যাখ্যায়িত করেছেন।

ব্রিটিশ সানডে নিউজপেপারে কিম ডেরেকের চিঠিটি ফাঁস হওয়ার পরে ক্ষিপ্ত ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে ও ওই রাষ্ট্রদূতকে কঠোর ভাষায় সমালোচনা করে টুইটার পোস্ট দেন। সেখানে বলা হয় টেরিজা মে ওই রাষ্ট্রদূতকে পূর্ণ সমর্থন দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প টেরিজা মে’কে ‘ফুলিশ’ উল্লেখ করে আরও জানিয়েছন তিনি আর ওই কূটনীতিককে তার দেশে রাখতে চান না।

তবে ডেরেক তার পদত্যাগপত্রে জানিয়েছেন তিনিও আর ওই পদে থাকতে চান না। তিনি আরও জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতি আমাকে আমার দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলছে, যা আমি করতে চাই। আমি বিশ্বাস করি বর্তমান অবস্থাটার কারণে যে পরিস্থিতির তৈরি হয়েছে তাতে করে একজন নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়া দরকার।’

সারাবাংলা/এমআই

 

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর