Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু, আহত ৩৫


১১ জুলাই ২০১৯ ২০:১৭ | আপডেট: ১১ জুলাই ২০১৯ ২০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোমা বোঝাই ট্যাংকার বিস্ফোরণে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আফরিনে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৩৫ জন।

বৃহস্পতিবার (১১ জুলাই) তিরান্দের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় আনাদুলু এজেন্সি। তবে কেউ এখনো এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। খবর ডেইলি সাবাহার।

সিরিয়ান হিউমেন রাইটস অবজারভেটরি জানায়, বিস্ফোরণে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় অনেক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন। শহরের একটি চেক পয়েন্টের কাছে বোমাটি বিস্ফোরিত হয়।

বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিবাদে সংঘর্ষ কবলিত আফরিনে তুরস্কের সরব উপস্থিতি রয়েছে। সেখানে স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে কাজ করছে দেশটিতে। গত ১৮ মার্চ সন্ত্রাসীদের দখল থেকে তুরস্ক নিজেদের নিয়ন্ত্রণে নেয় শহরটি। তারা সেখানে সামরিক ক্যাম্প গড়ে তুলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

বিস্ফোরণ সিরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর