অস্ত্র জমা দিয়ে দিচ্ছেন নিউজিল্যান্ডের অধিবাসীরা
১৩ জুলাই ২০১৯ ১৫:১৬
নিউজিল্যান্ডের অস্ত্র সংস্কার আইনের অধীনে অবৈধ অস্ত্র জমা দিয়ে মূল্য ফেরত প্রকল্প নিউজিল্যান্ডের অধিবাসীদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। খবর বিবিসির।
শনিবার (১৩ জুলাই) ক্রাইস্টচার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই সারাদেশে প্রায় ২৫০ সেমি অটোমেটিক অস্ত্র জমা পড়ে। ২২৪ অস্ত্রের বিপরীতে ৪ লাখ ৩৩ হাজার ৬০০ নিউজিল্যান্ড ডলার মূল্য ফেরত পাচ্ছেন ১৬৯ অস্ত্র মালিক। এছাড়াও ক্যান্টারবুরি অঞ্চলে ১৪১৫ অস্ত্র জমা দেওয়ার জন্য ৯০০ অস্ত্র মালিক নাম লিখিয়েছেন।
এর আগে, ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় ৫১ জনের মৃত্যু হওয়ার পর গত এপ্রিলে নিউজিল্যান্ডের পার্লামেন্টে অস্ত্র সংস্কার আইন পাস হয়। এই আইনের অধীনে অস্ত্র জমা দিয়ে মূল্য ফেরত প্রকল্পের জন্য ২০৮ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের তহবিল গঠিত হয়েছে।
পুলিশের আঞ্চলিক কমিশনার মাইক জনসন নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকাকে জানিয়েছেন, অবৈধ অস্ত্র যাদের কাছে আছে,তাদের জন্য এখন একটা সূবর্ণ সুযোগ চলছে। আমরা সবার কাছ থেকে খুব ইতিবাচক সাড়া পাচ্ছি।
সারাবাংলা/একেএম