Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মিয়ানমার সহযোগিতা করছে না


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করছি। কিন্তু মিয়ানমার আমাদের সহযোগিতা করছে না।

রোববার বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্ন-উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে বাইরে থেকে মাদকদ্রব্য আসে। ইদানিং আসছে ইয়াবা। এসব বন্ধ করতে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করছি। কিন্তু মিয়ানমার আমাদের সহযোগিতা করছে না। তবে আমরা বসে নেই! কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ কাজ করে যাচ্ছে।
আমাদের জেলাখানাগুলোর দিকে তাকালে দেখা যাবে, এর সিংহভাগ অংশে মাদক ব্যবসার সঙ্গে জড়িত যারা- তারা অবস্থান করছে। অনেকে ধরা পড়ার পরও নানা কায়দা করে বেঁচে যায়। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি, আমরা মোবাইল কোর্ট করে শাস্তি দিচ্ছি। এখন আমরা সামাজিক আন্দোলনের কথা বলছি। সবাইকে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

এর আগে বিকেল সাড়ে ৪টার পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর