Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্রাই নদী থেকে শিশুর পচে যাওয়া মরদেহ উদ্ধার


১৩ জুলাই ২০১৯ ২০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলা থেকে আনুমানিক সাত বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, তিন থেকে চারদিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। মরদেহ পচতে শুরু করেছে।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়ায় আত্রাই নদীর তীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন বলেন, নদীর তীরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। শরীরে পচন ধরায় চেহারা বিকৃত হয়ে গেছে।

বিজ্ঞাপন

শিশুটি নদীতে পড়ে মারা গেছে নাকি কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে, বলেন মোসলেম উদ্দীন।

সারাবাংলা/এটি

আত্রাই নওগাঁ মরদেহ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর