Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যা, ভূমিধসে নেপাল ও ভারতে ৮৮ জনের মৃত্যু


১৫ জুলাই ২০১৯ ১৩:৪৫

মৌসুমি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে নেপাল ও ভারতে কমপক্ষে ৮৮ জনের মৃত্যু  হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

বৃহস্পতিবার (১১ জুলাই) থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে নেপালের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিনে নেপালের দক্ষিণাঞ্চলে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রধান প্রধান নদীগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) নেপালের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় কমপক্ষে ৬১ জন প্রাণ হারিয়েছেন। ৩১ জন নিখোঁজ রয়েছেন এবং ২৫০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান জোরদার করতে নেপালের সেনাবাহিনী এবং প্যারামিলিটারি ফোর্সকে কাজে লাগানো হয়েছে।

এদিকে, নেপালের সীমান্তবর্তী ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারে বন্যায় মৃতের সংখ্যা ১৪ জন। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমান জানা গেলে মৃতের সংখ্যা আরও বাড়বে। এ বন্যায় ভারতের ১২ জেলায় প্রায় ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।

প্রতিবছরই ভয়াবহ খরার হাত থেকে বাঁচতে এ  সময়ে বৃষ্টির প্রয়োজন হয় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা,ভুমিধসের ঘটনাও ঘটে থাকে।

এর আগে, ২০১৭ সালে এ  অঞ্চলে মৌসুমি ভারি বৃষ্টিপাতের ফলে ১৪৩ জনের মৃত্যু হয় এবং ৮০ হাজার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়।

সারাবাংলা/একেএম 

নেপাল বন্যা ভারত ভুমিধস মৃত্যু

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর