পুলিশের সঙ্গে গোলাগুলির সময় ‘পানিতে ডুবে’ যুবকের মৃত্যু
১৬ জুলাই ২০১৯ ০৯:৫০
রাজশাহী: পুলিশের সঙ্গে গোলাগুলি সময় পদ্মা নদীর ‘পানিতে ডুবে’ এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) দিনগত রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর নবগঙ্গা এলাকার পদ্মা নদীর পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানার তিন উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম, মোহাম্মদ আলী ও আব্দুল মতিন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ৭৯ বোতল ফেনসিডিল, দেশীয় একটি শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই মাদক বিক্রেতার নাম আমিন (৩৫)। তার বাড়ি মহানগরীর হাড়ুপুর এলাকায়। আমিনের বিরুদ্ধে ছয়টি মামলা আছে। তার মধ্যে পাঁচটিই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের।
মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ জানান, সোমবার দিনগত রাত ৩টার দিকে পুলিশের একটি দল পদ্মা নদীর পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। উভয়পক্ষের গোলাগুলির পর পুলিশ নদীর কিনারায় পানির মধ্যে আমিনকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। উদ্ধারের সময় আমিনের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে গোলাগুলির সময় পদ্মার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমও