Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে ৬ষ্ঠ দিনের মতো বাসশ্রমিক ধর্মঘট, বন্ধ বাস চলাচল


১৬ জুলাই ২০১৯ ১৭:৪৬

মেহেরপুর: বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুরে টানা ৬ষ্ঠ দিনের মতো বাসশ্রমিক ধর্মঘট চলছে। এতে আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর সড়কের যাত্রীদের পড়তে হয়েছে চরম বিপাকে। সমস্যা সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা।

স্থানীয় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, বর্তমান নিয়মে শ্রমিকদের ৩৬ দিন গাড়ি চালিয়ে ৪৬ দিন বসে থাকতে হয়। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। তাই মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দু’বার বাস চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি তাদের। এটি তাদের যৌক্তিক দাবি বলেও মনে করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলছেন, কারও সঙ্গে কথা না বলেই শ্রমিকরা বারবার বাস চলাচল বন্ধ করে দেয়। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায়না।

মেহেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলছেন, সকলের সাথে একসঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

প্রসয্গত, গত ১১ জুলাই থেকে বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

সারাবাংলা/এনএইচ

বাসশ্রমিক ধর্মঘট মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর