Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজীর বিরিয়ানি, বাকরখানি, মাঠা দিয়ে নাস্তা করলেন মিলার


১৭ জুলাই ২০১৯ ১২:৩৪

ঢাকা: ঐতিহ্য দেখতে পুরান ঢাকায় এসে মুগ্ধ ঢাকার মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার ঐতিহ্যবাহী খাবার হাজীর বিরিয়ানি, বাকরখানি ও মাঠা দিয়ে সকালের নাস্তা করেন তিনি।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে রাষ্ট্রদূত রবার্ট মিলারকে সঙ্গে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন পুরান ঢাকায় ঘুরতে আসেন। এ সময় তিনি পুরান ঢাকার আলাউদ্দিন রোডের ঐতিহ্যবাহী খাবার খান।

বিজ্ঞাপন

পুরান ঢাকা দেখতে গিয়ে প্রথমেই রাষ্ট্রদূত যান নাজিরাবাজারে হাজির বিরিয়ানিতে। সেখানে বিরিয়ানি খেতে খেতে খাবারটির ঐতিহ্য সম্পর্কে জেনে নেন। পাশাপাশি দোকান থেকে ঐতিহ্যবাহী বাকরখানিও খান রবার্ট মিলার।

ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তারা জানান, মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার মূলত পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে এ সফর করছেন। ডিএসসিসি মেয়র সাঈদ খোকন রবার্ট মিলারকে পুরান ঢাকার বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের নানা নিদর্শন ঘুরে দেখান।

রাষ্ট্রদূত মিলার পরে সাংবাদিকদের জানান, সকাল বেলা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খেয়ে তিনি খুবই মুগ্ধ। আজকের সকালটা অন্যরকম অনুভুতির ছিল বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএইচ/জেএএম

টপ নিউজ ডিএসসিসি মেয়র রবার্ট মিলার সাইদ খোকন হাজীর বিরিয়ানি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর