Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত


১৭ জুলাই ২০১৯ ১২:৩৭

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা, অস্ত্র ও গুলি।

বুধবার (১৭ জুলাই) ভোরে টেকনাফের দাজিমোড়ার শিলকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান নিশ্চিত করেছেন। বন্দুকযুদ্ধে নিহতরা হলেন- যশোরের জব্বার আলীর ছেলে জাবেদ মিয়া (৩৪) ও চাঁদপুরের রেজোয়ান সওদাগরের ছেলে আসমাউল সওদাগর (৩৫)।

বিজ্ঞাপন

ফয়সাল হাসান খান জানান, জাদিমোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান যাওয়ার খবর পেয়ে অভিযানে নামে বিজিবির একটি দল। এসময় মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনের মৃতদেহ পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি।

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফয়সাল হাসান খান।

সারাবাংলা/পিটিএম

বন্দুক যুদ্ধ বিজিবি মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর