Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের টানে এবার বাংলাদেশে এলেন মার্কিন নারী


১৭ জুলাই ২০১৯ ১৭:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুর: সাত বছর সম্পর্কের পরে ঘর বাঁধতে বাংলাদেশে এসেছেন মার্কিন নাগরিক সারলেট। গত ১২ জুলাই তিনি দেশে আসেন। মঙ্গলবার (১৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়।

সোহেল হোসেনের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। কথা হতে হতে বন্ধুত্ব, প্রেম। সোহেলের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। তার বাবার নাম সফিক উল্যাহ। তাদের সংস্কৃতি আলাদা হলেও দুই পরিবার বিষয়টি মেনে নিয়েছে।

শ্রীরামপুর গ্রামবাসীর মুখে মুখে এখন সোহেল-সারলেটের নাম। মার্কিন এই নারীকে দেখতে আসছেন শত শত মানুষ। সারলেটের বাড়ি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।

বুধবার (১৭ জুলাই) সারাবাংলার সঙ্গে কথা হয় সোহেলের। তিনি জানান, সাত বছর আগে ফেসবুকে তাদের পরিচয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক গাঢ় হতে শুরু করে। এক পর্যায়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন সারলেট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

মার্কিন নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর