Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেল লাইনের মাটি ধস, লালমনিরহাট-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ


১৭ জুলাই ২০১৯ ২২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা: বন্যার পানির তোড়ে রেল লাইনের মাটি ধসে যাওয়ায় সান্তাহার-লালমনিরহাট-রংপুর রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৭ জুলাই) প্রবল স্রোতে বাদিয়াখালি অংশে রেল লাইনের মাটি ধসে যায়।

বন্যার পানিতে ভরতখালী ইউনিয়নের পোড়াগ্রাম এলাকায় ১শ মিটার বাঁধ ভেঙে যাওয়ায় তলিয়ে গেছে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়ক। বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে পানি ঢুকছে বোনারপাড়া, পদুমশহর, ভরতখালি ও কচুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এদিন সকালে বাঁধ ভেঙে যাওয়ায় বাদিয়াখালী ও ত্রিমোহনী পয়েন্টে এক কিলোমিটার এলাকারজুড়ে বন্যার পানি প্রবাহিত হতে শুরু করে। এতে রেল লাইনও ডুবে যায়। এরপর থেকেই সান্তাহার-লালমনিরহাট-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বোনারপাড়া রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, রেলপথ ঝুঁকিপূর্ণ হওয়ায় সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ লোকাল ট্রেনটি বাদিয়াখালী স্টেশনে আটকা পরে। বিভিন্ন স্থানে রেললাইনের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় একাধিক ট্রেনের যাত্রা বন্ধ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:
গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, বিঘ্নিত রেল যোগাযোগ

সারাবাংলা/এটি

গাইবান্ধা বন্যা রেল যোগাযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর