Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুর নেওয়া হয়েছে রফিকুল ইসলাম মিয়াকে


১৮ জুলাই ২০১৯ ২২:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১ টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারওয়েজের এস কিউ ৪৪৯ ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে সিঙ্গাপুর নেওয়া হলো।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ডা. অং হি কিটের অধীনে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মেরুদণ্ডে অস্ত্রপোচার করা হবে। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে তার স্ত্রী শাহিদা রফিক, দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া সিঙ্গাপুর গেছেন। রফিকুল ইসলাম মিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

বিএনপি ব্যারিস্টার রফিকুল ইসলাম সিঙ্গাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর