Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে স্ত্রীকে গলা কেটে হত্যা


১৯ জুলাই ২০১৯ ১২:০৯ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ১৩:০৫

রাজশাহী: রাজশাহীতে লাভলী বেগম (৩৫) নামের এক গৃহবধূকে গলা কেটে  হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দিবাগত রাতে পবা উপজেলার শিতলাই ইউনিয়নের দামকুড়া থানাধীন কলারটিকর এলাকায় এ ঘটনা ঘটে। দামকুড়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ঘাতক স্বামীর নাম শফিকুল ইসলাম রেন্টু (৩৬) পেশায় একজন নির্মাণ শ্রমিক। সে কলারটিকর এলাকার মৃত তাশেম মিয়ার ছেলে।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম (ওসি) সারাবাংলাকে জানান, স্ত্রী পরকীয়া করছে এমন সন্দেহে অনেকদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গতকাল রাতে ঝগড়ার এক পর্যায়ে রেন্টু প্রথমে তার স্ত্রীর মাথায় আঘাত করে। এরপর গলা ও পায়ের রগ কেটে লাভলী বেগমের মৃত্যু নিশ্চিত করে। পরে ঘাতক স্বামী রেন্টু নিজে ভোর চারটায় দামকুড়া থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে তাকে আটক করে থানা হাজতে রাখা হয়ে।

ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/ওএম

টপ নিউজ রাজশাহী স্ত্রীকে জবাই করে হত্যা স্বামীর আত্মসমর্পণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর