Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক উল্টে নিহত ২, আহত ৩


১৯ জুলাই ২০১৯ ১২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্প: ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ইট বোঝাই ট্রাক উল্টে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে কুতুপালং রোহিঙ্গা শিবিরের ডি-৫ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সানজিদা বেগম ও তার ছেলে মো. ইয়াসির।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পাঁচজন সেখানে চাঁপা পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তারা সম্পর্কে মা-ছেলেকে। এছাড়া এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

সারাবাংলা/এমআই

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর