Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরমুজ প্রণালিতে ব্রিটিশ ট্যাংকার জব্দ করেছে ইরান


২০ জুলাই ২০১৯ ১০:৩৭

স্টেনা ইম্পেরো নামের একটি ব্রিটিশ পতাকাধারী তেলের ট্যাংকার জব্দ করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (১৯ জুলাই) হরমুজ প্রণালির সামনাসামনি জলসীমা থেকে ট্যাংকারটি আটক করা হয়। খবরে জানিয়েছে সিএনএন।

ট্যাংকারটির মালিকপক্ষ এখনও ভেসেলের সাথে কোন যোগাযোগ স্থাপন করতে পারেননি। ট্যাংকারটিতে ২৩ জন কর্মকর্তা ভ্রমণ করছিলেন, তারাও এখন পর্যন্ত নিখোঁজ।

আরও একটি তেলবাহী ট্যাংকার মেসদার’স গ্লাসগোকেও এসময় আটকানো হয়েছিল,পরে অবশ্য সেটিকে নিয়মিত রূটে চলাচল করতে দেওয়া হয়েছে।

এদিকে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী জেরমি হান্ট বিবিসিকে জানিয়েছেন, ইরান তেলবাহী ট্যাংকার ছেড়ে না দিলে তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে। সরকারের জরুরী পরিস্থিতি বিষয়ক সংস্থা কোবরা,করণীয় ঠিক করতে শুক্রবারেই (১৯ জুলাই)  হোয়াইট হলের সাথে জরুরী বৈঠকে মিলিত হয়েছে।

সরকারি একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ইরানের এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এই আচরণ বৈশ্বিক ন্যাভিগেসন স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ।

এ প্রসঙ্গে হোয়াইট হাউজের নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইরান যুক্তরাজ্যকে উন্মত্ত সহিংসতার ভেতরে ফেললো।

পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পেট্রল বিমান গুলোর মাধ্যমে হরমুজ প্রণালি এবং এর সামনাসামনি অঞ্চলের গতিবিধি সার্বক্ষণিক নজরে রাখছে। আমেরিকার নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে।

সারাবাংলা/একেএম

ইরান ট্যাংকার তেল ব্রিটিশ হরমুজ প্রণালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর