Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে গরু চোর সন্দেহে পিটুনিতে ৩ জনের মৃত্যু


২০ জুলাই ২০১৯ ১৫:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিহারে গরু চোর সন্দেহে পিটুনিতে ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুলাই) রাতে স্থানীয়রা দেখতে পায় পিকআপ ট্রাকে করে গরু চুরির চেষ্টা হচ্ছে। এসময় ওই তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ক্ষুব্ধদের হামলায় তাদের মৃত্যু হয়। খবর রয়টার্সের।

নিহতদের মধ্যে অন্তত একজন মুসলিম বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। মুসলমান ও দলিত সম্প্রদায়ের ওপর উগ্র হিন্দুদের নিপীড়নের সর্বশেষ নজির এটি।

পুলিশ কর্মকর্তা হর কিশোর রাই বলেন, তারা গরু ও বাছুর ট্রাকে করে নিয়ে যেতে চেষ্টা করছিল। এসময় গ্রামবাসী তাদের আটক করে ও প্রহার করে। তাদের মৃত্যু হয়।

এই ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গরু চুরির চেষ্টার কারণেও হয়েছে মামলা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

গণপিটুনি গরু চুরি টপ নিউজ ভারত সংখ্যালঘু নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর