Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে দিন’


২০ জুলাই ২০১৯ ১৯:০৩ | আপডেট: ২০ জুলাই ২০১৯ ২০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কাউকে ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে।

শনিবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীর কাছে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে একটি গুজব ছড়ানোকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মর্মান্তিকভাবে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গুজব ছড়িয়ে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ।’

‘ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এ পর্যন্ত যতগুলো নিহতের ঘটনা ঘটেছে পুলিশ প্রত্যেকটি ঘটনা আমলেনিয়ে তদন্তে নেমেছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে’, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

আরও পড়ুন

ব্যাগে শিশুর কাটা মাথা, গণপিটুনিতে যুবক নিহত
ছেলেধরা ভেবে তিন ‘প্রতারককে’ গণপিটুনি, গাড়িতে আগুন
সন্তানকে দেখতে গিয়ে ‘চোর’ অপবাদ, গণপিটুনিতে যুবকের মৃত্যু
ছেলে ধরা সন্দেহে গণধোলাইয়ের পর এক নারীর মৃত্যু

 

 

গণপিটুনি ছেলেধরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর