Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকের সঙ্গে দুর্নীতি একসূত্রে গাঁথা: আলী আশরাফ


২০ জুলাই ২০১৯ ১৯:২৮

ঢাকা: মাদকের সঙ্গে দুর্নীতির সম্পর্ক একসূত্রে গাঁথা। দুর্নীতি বাড়লে মাদকের পরিমাণও বৃদ্ধি পায় বলে মন্তব্য করেছেন সাবেক ডেপুটি স্পিকার প্রফেসর আলী আশরাফ।

শনিবার (২০ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা শিশু-কিশোর ফাউন্ডেশন আয়োজিত ‘শান্তির পথে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আলী আশরাফ আরও বলেন, ‘মাদক নির্মূল সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। মাদকের সঙ্গে দুর্নীতির ওতপ্রত সম্পর্ক আছে। তাই মাদক ও দুর্নীতি নির্মূল করতে হলে প্রশাসনকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন, ‘আমরা শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির প্রথম সারির সমর্থক। প্রধানমন্ত্রীর যে এই দেশকে উন্নত করার প্রয়াস, সেই কাজকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়েই আমরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবো।’

আলোচনা সভা উদ্বোধন করেন বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা কাজী শাকিল আহম্মেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযোদ্ধা শিশু কিশোর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ হারুন-অর রশিদ (রাজু)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দিন হাসান চৌধুরী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীসহ অনেকে।

সারাবাংলা/এএমএস/এমআই

ডেপুটি স্পিকার মাদক

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর