Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়া সাহার বক্তব্য মিথ্যা: আইনমন্ত্রী


২১ জুলাই ২০১৯ ১৪:৪৩

ঢাকা: ট্রাম্পকে প্রিয়া সাহা যে তথ্যগুলো দিয়েছেন তা মিথ্যা, বিএনপি-জামায়াতের সময় ছাড়া বাংলাদেশে এ ধরণের কোন ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২১ জুলাই) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাদের ৩৯তম বুনিয়াদি প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এতো ছোট ঘটনায় রাষ্ট্রদ্রোহ হয়ে গেছে, তা মনে করিনা। এটা প্রিয়া সাহা ব্যক্তিগত ঈর্ষা চরিতার্থ করার জন্য করেছেন। তবে প্রিয়া সাহা কেনো এটা করেছেন, আমরা সেটা খতিয়ে দেখব।’

উল্লেখ্য, ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া বিশ্বের বিভিন্ন দেশের ২৭ জন নারী-পুরুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংখ্যালঘুদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য তারা ট্রাম্পের কাছে কৃতজ্ঞতা জানান তারা। একইসঙ্গে পেশ করেন নিজেদের অভাব-অভিযোগ। এসময় নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে এক নারী ট্রাম্পকে জানিয়েছেন, তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবু তিনি আইনের সুরক্ষা পাননি।

সারাবাংলা/এজেডকে/ওএম

আইনমন্ত্রী আনিসুল হক প্রিয়া সাহা বক্তব্য মিথ্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর