মাল্টার সঙ্গে সোমবার দুই বিষয়ে নথি সই হচ্ছে
২১ জুলাই ২০১৯ ১৯:০৯
ঢাকা: দক্ষিণ ইউরোপের দ্বিপ রাষ্ট্র মাল্টার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হচ্ছে। সব ঠিক থাকলে ইউরোপের এই দেশটির সঙ্গে আগামীকাল সোমবার (২২ জুলাই) দুইটি বিষয়ে নথি সই হবে।
দুই দেশের মধ্যে নিয়মিতভাবে বৈঠক (ফরেন অফিস কনসালটেশন) অনুষ্ঠান এবং কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। একাধিক কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা-ভাল্লেত্তার কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এখন (২১ থেকে ২৩ জুলাই) মাল্টায় দ্বিপাক্ষিক সফরে রয়েছেন। লন্ডনে দূত সম্মেলন শেষে যুক্তরাজ্য থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০ টা ৫০ মিনিটে পররাষ্ট্রমন্ত্রী মাল্টার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
‘আসন্ন এই সফরের পর দুইদেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে’, এ তথ্য জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে নিয়মিতভাবে বৈঠক (ফরেন অফিস কনসালটেশন) অনুষ্ঠান এবং কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি বা সমাঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। এ ছাড়া ঢাকা মেরিটাইম খাতে ভাল্লেত্ত’র সক্রিয় সহযোগিতা চাইবে।’
কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের সমর্থন চায় মাল্টা। অন্যদিকে, মাল্টার কাছে মেরিটাইমখাতে সক্রিয় সহযোগিতা চায় বাংলাদেশ। মেরিটাইমখাত বিষয়ে মাল্টার উন্নতমানের শিক্ষা-ব্যবস্থা রয়েছে। এ ছাড়া এ খাতে মাল্টার প্রশিক্ষিত জনশক্তি এবং সমুদ্রপথের যোগাযোগের জন্য মানসম্মত পরিবহন রয়েছে। ঢাকা চাইছে মেরিটাইম বিষয়ে ভালেত্তার সঙ্গে এ সব বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হোক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম) অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা মো. খোরশেদ আলম সারাবাংলাকে বলেন, ‘মাল্টা মেরিটাইম খাতে খুব শক্তিশালী। তাই আমরা এ খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে চাইছি।’
এর আগে, গত বছরের ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) ১২তম আসেম সম্মেলনের ফাঁকে ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মাল্টার পররাষ্ট্রমন্ত্রী কারমেল আবেলার বৈঠক অনুষ্ঠিত হয়।
মাল্টার পররাষ্ট্রমন্ত্রী কারমেল আবেলা ওই বৈঠকে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় মাল্টা। সম্পর্কের মাত্রাকে আরো উন্নত করতে দুই দেশকেই উদ্যোগ নিতে হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে ঝুলে থাকা পলিটিকেল কনসালটেশন বিষয়ে সমাঝোতা করা প্রয়োজন। পাশাপাশি কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়েও দুই দেশের মধ্যে আরও সহযোগিতার ক্ষেত্র বাড়ানো প্রয়োজন।’
ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মাল্টার পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয়, ‘দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে বাংলাদেশের চেষ্টার ত্রুটি থাকবে না। আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে মাল্টাকে সমর্থনের বিষয়ে যথাযথ মনোযোগ থাকবে।’
সারাবাংলা/জেআইএল/একে