বুয়েটের নির্মাণাধীন হলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
২১ জুলাই ২০১৯ ১৯:১২
ঢাকা: বুয়েটের নির্মাণাধীন একটি ছাত্রী হলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নাহিদ (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। মৃত নাহিদ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শাহপাড়া গ্রামের তোসকার শাহ’র ছেলে। সে বুয়েটের ওই ভবনেই থাকতো।
মৃত নাহিদের ভাই নয়ন জানান, বুয়েটের নির্মাণাধীন ১৬ তলা ছাত্রী হলের ৪র্থ তলায় রাজমিস্ত্রির কাজ করছিলো তারা। এসময় ভেতরের বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয় নয়ন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য ওই শ্রমিকের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসআর/এমও