পৃথিবীর কক্ষপথে ভারতের চন্দ্রযান-২
২২ জুলাই ২০১৯ ১৬:৪২
ঘড়ির কাঁটায় ঠিক দুটো ৪৩ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ন মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে চাঁদের উদ্দেশে উড়ে গেল চন্দ্রযান-২। গোটা দেশের নজর এ বার অন্তরীক্ষে। নজর রয়েছে নাসা থেকে শুরু করে বিশ্বের প্রায় সব দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলি।
এর আগে গত সপ্তাহে থেমে গিয়েছিল ৫৬ মিনিট ২৪ সেকেন্ডে আগেই। সেই ধাক্কা সামলে চাঁদের পথে পাড়ি দিল চন্দ্রযান-২। সেবার প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় কাউন্টডাউন থামিয়ে দিয়েছিলেন বিজ্ঞানীরা।
তবে এ বার উৎক্ষেপণের আগে থেকেই ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছিলেন প্রস্তুতি পর্বে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। সব কিছু ঠিক পথে এগিয়েছে। শেষ পর্যন্ত সফল ভাবেই চাঁদের পথে উড়েছে চন্দ্রযান।
৩ হাজার ৮৫০ কেজি ওজনের চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণাঞ্চলে অরবিট, ল্যান্ডার ও রোভারের জন্য পাঠানো হয়েছে। ইন্ডিয়ান স্পেস রিসার্স অর্গানাইজেশনের (আইএসআরও) প্রথম চন্দ্রাভিযান চন্দ্রযান-১ পাঠানোর ১১ বছর পর আবারও তারা চাঁদে পাঠিয়েছে চন্দ্রযান-২।
চন্দ্রযান-২ এর সফলতা ভারতকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যারা সফলভাবে চাঁদে অবতরণ করতে পেরেছে।
ভারতের আইএসআরও’র বাজেট এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও নাসার থেকেও ২০ শতাংশ কম হবে। এই অভিযানের সফলতা ভারতীয় মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
সারাবাংলা/এমআই