Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমিও সাংবাদিক ছিলাম’ বললেন প্রধান বিচারপতি


৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৮

dav

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আমিও এক সময় সাংবাদিক ছিলাম।’

প্রধান বিচারপতির খাস কামরায়  সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) শুভেচ্ছা জানাতে গেলে প্রধান বিচারপতি এ কথা বলেন। এ সময়  অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় কয়েকজন নারী সাংবাদিকের উপস্থিতি দেখে প্রধান বিচারপতি বলেন, ‘সাংবাদিকতায় নারীরাও এগিয়েছে, এটা ভালো দিক।’

শুভেচ্ছায় ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকার, সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, সহ সভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু যুগ্ম সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, আবদুল জাব্বার খান, মো. আফজাল হোসেন ও মেহেদী হাসান ডালিমসহ আইন বিটে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে আইনজীবী থাকাকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদের আদালত প্রতিবেদক ছিলেন।

সারাবাংলা/এজেডকে/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর