Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


২৩ জুলাই ২০১৯ ১৮:৪৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় স্ত্রীকে হত্যার অপরাধে কামরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।

কামরুলের বাড়ি উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বন বাড়িয়া গ্রামে। তার বাবার নাম আবুল হোসেন ডিলার।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনোয়ার পারভেজ লিমন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৮ সালে কামরুল ইসলামের সঙ্গে সিরাজগঞ্জের দিয়ার ধানগড়া এলাকার আব্দুল আজিজের মেয়ে মুন্নী খাতুনের (৩২) বিয়ে হয়। বিয়ের সময় কামরুল দুই লাখ টাকা যৌতুক নিয়েছিলেন। বিয়ের পরেও বিভিন্ন সময় যৌতুকের দাবিতে কামরুল তার স্ত্রীকে নির্যাতন করতেন। ২০১২ সালের ১২ জুলাই তিন লাখ টাকা যৌতুকে দাবিতে কামরুল মুন্নীকে মারধর এবং শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় মুন্নীর বড় বোন পারুল বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছিলেন। রায় ঘোষণার পরে পারুল বেগম সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

সারাবাংলা/এটি

মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর