রাজশাহীতে ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৪ জুলাই ২০১৯ ১৫:০২
রাজশাহী: রাজশাহীতে ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মতিহার থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে মহানগরীর বিনোদপুর পুরাতন র্যাব অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শেখ শিহাব উদ্দীন অনিক (২৩) রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং মহানগরীর চন্ডিপুর এলাকার বাবর উদ্দীন শেখের ছেলে। আর নুর ইসলাম অভি (২২) বরেন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা। সে মহানগরীর ভাটাপাড়া মিঠুর মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ সারাবাংলাকে জানান, গ্রেফতার হওয়া দুইজন মোটরসাইকেল যোগে মহানগরীর দিকে আসছিল। বিনোদপুর পুরাতন র্যাব অফিসের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র তল্লাশী করার সময় তাদের আচরণ সন্দেহজনক হলে দুই জনের দেহ তল্লশী করা হয়। এ সময় তাদের কাছে ৮৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নেয়া হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
সারাবাংলা/ওএম