ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে কিনা, জানতে চান আদালত
২৫ জুলাই ২০১৯ ১৩:২৪
ঢাকা: ডেঙ্গু সনাক্তে বা ডেঙ্গু পরীক্ষায় প্রাইভেট হাসপাতালগুলো নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি নিচ্ছে কিনা কিংবা সরকারি হাসপাতালগুলোতে ফ্রি পরীক্ষা করা হচ্ছে কিনা সেই তথ্য জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী তিন দিনের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই তথ্য সংগ্রহ করে আদালতকে জানাতে বলেছেন। এরপর বিষয়টি নিয়ে আদেশ দেবেন বলে জানান আদালত।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এই আদেশ দেন।
এর আগে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে উল্লেখ করে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সকালে আদালতের নজরে আনেন আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরী। তিনি আদালতকে বলেন, এখন যেহেতু দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাই অনেকেই দুই বা তিনগুণ বেশি ফি দিয়ে পরীক্ষা করাচ্ছেন। এরকম যেন না হয় সেই নির্দেশনা তিনি আদালতের কাছে চান।
বিষয়টির শুনানি নিয়ে দুই বিচারপতির বেঞ্চ মৌখিক আদেশ দেন। তিনদিন পরে অর্থাৎ সোমবার (২৯ জুলাই) রাষ্ট্রপক্ষ তথ্য দাখিলের পর পরবর্তী আদেশ দেবেন বলে জানান আদালত।
জাতীয় দৈনিকটির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হলেও কেবিনে ভর্তি রোগীদের এজন্য গুনতে হচ্ছে ৮০০ টাকা। অন্যদিকে কিছু বেসরকারি হাসপাতালে এই পরীক্ষার খরচ দেড় হাজার থেকে এক হাজার ৭০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। গত সপ্তাহেও এই খরচ সর্বোচ্চ ৭০০ টাকা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া চিকিৎসার সরঞ্জাম বিক্রি করেন এমন এক ব্যবসায়ীর বরাত দিয়ে প্রতিবেদক উল্লেখ করেছেন যে, সবচেয়ে ভালো কোম্পানির তৈরি ডেঙ্গু সনাক্তকারী কিটের দাম ১৪৫ টাকা।