Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নেতা হত্যায় সাঈদীসহ ১০৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন


২৫ জুলাই ২০১৯ ১৩:৪০

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীসহ ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) মামলার কার্যক্রমের শুনানি শেষে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ শওকত সালেহী জানান, রাবি ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলায় মোট ১১০ জন আসামির মধ্যে ছয়জন মারা যাওয়ায় ১০৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এদিন সাঈদীসহ ৪৭ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাজশাহীর আদালতে সাঈদী

এর আগে বেলা সোয়া ১১টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দেলাওয়ার হোসেন সাঈদীকে অতিরিক্ত মহানগর দায়রা জজের আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে আবার প্রিজন ভ্যানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে।

এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য গত ২০ জুলাই সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে বেশ গোপনীয়তার সঙ্গে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয় হয়।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাবিতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ছাত্রলীগ কর্মী ফারুক নিহত হন। এ ঘটনায় রাবি ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন। এ মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ ও দেলাওয়ার হোসেন সাঈদীকেও আসামি করা হয়।

দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী অপরাধ রাবি ছাত্রলীগ নেতা ফারুক হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর