Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশা মারতে ৪ দিন সময় পেল দুই সিটি করপোরেশন


২৫ জুলাই ২০১৯ ১৫:৪৫

ঢাকা: রাজধানীর মশা মারতে দুই সিটি করপোরেশনকে চারদিন সময় দিয়েছেন হাইকোর্ট। দুই সিটির পক্ষে তাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তারা সমন্বিতভাবে ডোজ বাড়িয়ে মশা মারার কাজ করবেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শরীফ আহমেদ ও উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনের আইনজীবীরা জানান, সমন্বিতভাবে মশা মারবে দুই সিটি। এজন্য প্রয়োজনে ডোজ বাড়িয়ে দেওয়া হবে। আগে যেখানে এক ডেজ দেওয়া হতো সেখানে তা বাড়িয়ে দুই ডোজ করা হবে। যেখানে দুই ডোজ ছিল সেখানে প্রয়োজনে চার ডোজ ওষুধ ছিটানো হবে। আর এজন্য তারা আদালতের কাছে চারদিন সময় চান।

এর পরিপ্রেক্ষিতে আদালতও তাদের সময় দেন। আদালত বলেন, ‘আমরা চাই মশা মরুক, আপনি তিনবার দেন আর পাঁচবার দেন সেইটা আপনাদের বিষয়।’

আরও পড়ুন: আগে ওষুধ ছিটালে ঘরেও ঝাঁজ পেতাম, এবার গন্ধও পাই না: হাইকোর্ট

সারাবাংলা/এজেড/এসএমএন

টপ নিউজ দুই সিটি করপোরেশন মশক নিধন হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর