Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাফ নদীতে ৭ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা


২৬ জুলাই ২০১৯ ১৮:২০

ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে সাত লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৬ জুলাই) ভোরে টেকনাফ স্থল বন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকায় নাফ নদীতে এই অভিযান চালানো হয়।

টেকনাফ কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থল বন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকায় নাফ নদীতে কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা বিশেষ অভিযান চালান। এসময় সন্দেহজনক একটি কাঠের নৌকাকে ধাওয়া করেন কোস্ট গার্ড সদস্যরা। দ্রুত চলে যাওয়ার সময় নৌকাটি কিছুদূর গিয়ে উল্টে যায় এবং এর আরোহীরা সাঁতরে পারে উঠে পাশের জঙ্গলে পালিয়ে যায়।

তবে ভাসমান নৌকাটি তল্লাশি করে কয়েকটি বস্তা থেকে সাত লাখ ইয়াবা জব্দ করা হয়। পরে জব্দ করা ইয়াবা নৌকা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

ইয়াবা কোস্টগার্ড নাফ নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর