Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের দুই দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার


২৮ জুলাই ২০১৯ ০৫:২৯ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ১৪:৩৮

সংগৃহীত ও প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার পল্লীতে নিখোঁজের দুই দিন পর ওয়াদুদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমডাঙ্গা উপজেলার মহেশপুর গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে শনিবার বেলা ১১টায় সময় ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি ওই উপজেলার হারদী ইউনিয়নের দাসপাড়ার কফিল উদ্দীনের ছেলে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান জানান, ওয়াদুদ মিয়া মানসিক রোগে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। গত শুক্রবার সকালে তার পরিবারের সদস্যরা তাকে আর খুঁজে পায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা চুয়াডঙ্গা নিখোঁজ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর