চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬
২৮ জুলাই ২০১৯ ১৬:৫৩
চীনের দক্ষিণাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। গত ২৩ জুলাই এই ভূমিধসের ঘটনা ঘটে। এখনো অন্তত ১৬ জন নিখোঁজ রয়েছেন বলে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়।
স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, অন্তত ২০টি ঘর মাটিতে চাপা পড়ে গেছে। উদ্ধার করা হয়েছে ৪০ জনের মতো। টানা বৃষ্টিপাতে এই ভূমিধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারীরা অভিযান অব্যাহত রেখেছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোত ৪৪ লাখ মার্কিন ডলার দিবে বলে জানিয়েছে।
ভারী বৃষ্টিপাত ও বন্যায় চীনে ভূমিধসে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। গত মাসেও ফুজিয়ান প্রদেশে ভূমিকম্পে অনেকের মৃত্যু হয়।