Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালচাঁদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন


২৯ জুলাই ২০১৯ ১৪:২৮

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আলোচিত লালচাঁদ হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের আরও এক বছর কারাভোগ করতে হবে।

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, চৌড়হাস ফুলতলা কলোনির শহীদুল নাপিতের ছেলে জাহেদ ইবনে শহীদ ওরফে রানা ও ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ফুলছরী গ্রামের মোস্তফা নাপিতের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে সজীব।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন, সোহেল আহম্মেদ, হোসেল রানা, শাহিন উদ্দিন ওরফে লম্বা শাহিন, মো. জনি, মো. রিপন ওরফে মেঘা ও মো. সুমিন। তাদের সবাই চৌড়হাস এলাকায়।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে ২০১১ সালের ৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌড়হাস মোড়ে ব্যাট দিয়ে আঘাত করে লালচাঁদকে হত্যা করে আসামিরা। ওই ঘটনায় লালচাঁদের বাবা নূর ইলাম বাদী হয়ে আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর