Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু


২৯ জুলাই ২০১৯ ২০:৫৪

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিতা (২৮) নামে এক নারী মারা গেছেন। সোমবার (২৯ জুলাই) সকালে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তার। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হলো।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন রিতা। তার বাড়ি গাজীপুর।

আরও পড়ুন- এডিস মশা হাসি-তামাশা পছন্দ করে না: অর্থমন্ত্রী

এর আগে ঢাকা আজিমপুরের ফাতেমা আক্তার (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা বেগম (৩৩), কামরাঙ্গীচড়ের হাফিজা বেগম (৬১), ডেমরা সারুলিয়ার রাজু (২০) ও লালবাগের ফরহাদ হোসেন (৪৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এছাড়া, গত জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ফরিদপুরের রাবেয়া বেগম (৫০)।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রোববার (২৮ জুলাই) সকাল থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৯৬ জন। এর আগের ২৪ ঘণ্টার তুলনায় এই সংখ্যা ২৭২ জন বেশি।

টপ নিউজ ডেঙ্গু ডেঙ্গু জ্বর ডেঙ্গু রোগী ডেঙ্গু রোগীর মৃত্যু ঢামেক হাসপাতাল


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর