Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনে বিমান হামলায় শিশুসহ নিহত ১৪


৩০ জুলাই ২০১৯ ১৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি: রয়টার্স

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে পরিচিত সাদা প্রদেশের একটি বাজারে বিমান হামলায় শিশুসহ ১৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এ হামলায় আহত হয়েছেন অন্তত আরও ২৩ জন। খবর রয়টার্স।

সোমবার (২৯ জুলাই) সাদা প্রদেশের কাতাবেরে অবস্থিত আল থাবেত মার্কেটে এই বিমান হামলার ঘটনাটি ঘটে।

হামলার শিকার এই অঞ্চলটি ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় এলাকার বেশিরভাগই এখন এ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এ বিমান হামলার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন হুথি বিদ্রোহীদের স্বঘোষিত সরকার।

বিজ্ঞাপন

 

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের তৎকালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মনসুর হাদিকে সরিয়ে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত নারী-শিশুসহ ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

গত ডিসেম্বরে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মানবিক সহায়তার জন্য ৪০০ কোটি মার্কিন ডলারের প্রয়োজন। চলমান এই পরিস্থিতিতেই ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধের লক্ষ্যে সম্প্রতি মার্কিন সিনেটে প্রস্তাব তোলেন দেশটির সিনেটর বার্নি স্যান্ডার্স। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছেন।

১৪ জনের মৃত্যু আহত ২৩ ইয়েমেন বিমান হামলা হুথি বিদ্রোহী

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর