Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু


৩১ জুলাই ২০১৯ ০০:৪৭

বরিশাল: বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলেয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। আলেয়া উপজেলা সদরের আশোকাঠি এলাকার মন্নান ফকিরের স্ত্রী।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মাহাবুব আলম মির্জা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। জ্বর হওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা না করানোই কারণেই তার মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে এই পরিণতি এড়ানো যেত।’

বিজ্ঞাপন

মৃত আলেয়ার স্বজনরা জানান, আলেয়া ঢাকায় বেড়াতে গিয়েছিল। সেখান থেকে গৌরনদীতে আসার পরই সে জ্বরে আক্রান্ত হয়। গত কয়েকদিন ধরে তার জ্বর থাকায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি স্থানীয় প্রাইভেট চিকিৎসকের কাছে যান। স্থানীয় ডায়াগনিস্টিক সেন্টারে রক্তপরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। এসময় আলেয়াকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেও জানান তারা।

ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরে মৃত্যু বরিশাল

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর