Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের গৌরনদীতে ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু


৩১ জুলাই ২০১৯ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আলেয়া বেগম (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।

আলেয়া বেগম গৌরনদী উপজেলা সদরের আশোকাঠি এলাকার আবদুল মন্নান ফকিরের স্ত্রী।

ডেঙ্গুতে মারা গেলেন এসআই কোহিনূর

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. মাহাবুব আলম মির্জা জানান, কিছুদিন আগে ঢাকায় বেড়াতে গিয়েছিলেন আলেয়া বেগম। সেখান থেকে নিজের বাড়ি গৌরনদী ফিরে জ্বরে আক্রান্ত হন তিনি। চিকিৎসকের পরামর্শে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে তার রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু জ্বরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞাপন

গতরাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

টপ নিউজ ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরে মৃত্যু বরিশালে নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর