বিজ্ঞাপন

ডেঙ্গুতে মারা গেলেন এসআই কোহিনূর

July 31, 2019 | 10:55 am

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোহিনুর বেগম নীলা (৩৩) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে।

কোহিনূরের সহকর্মী এসআই শামছুল আলম জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শুরুতে কোহিনূরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গত ২৯ জুলাই তাকে সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা শুরু হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা।

শামছুল আলম আরও জানান, বুধবার সকাল ৯ টায় রাজারবাগ পুলিশ লাইনে কোহিনূরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন তার সহকর্মী ও স্বজনরা। জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

কোহিনূরের দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে।

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন