Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু আক্রান্ত হওয়ার ৯ দিন পর যুবকের মৃত্যু


৩১ জুলাই ২০১৯ ১৩:১৪

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ৯ দিন পরে রবিউল ইসলাম রাব্বি (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রবিউল রাজধানীর মিরপুর শ্যাওড়াপাড়া এলাকায় স্যামসাং সার্ভিসিং সেন্টারে কাজ করতেন এবং ওই এলাকায় বাস করতেন। তার বাবার নাম আমিরুল ইসলাম।

তিনি জানান, গত ২২ জুলাই রবিউলের জ্বর আসে। পরদিন টেস্ট করালে জানা যায়, রবিউল ডেঙ্গুতে আক্রান্ত। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক পরামর্শ দেন জ্বর বাড়লে বা শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি হতে হবে। ২৫ জুলাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় রবিউলকে। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

আমিরুল ইসলাম আরও জানান, আইসিইউতে রবিউলের পেট ফুলে গিয়েছিল। প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। তাই তারা রোগীকে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। আজ (বুধবার) সকালে কিডনি হাসপাতালে নেওয়া হলে তারা জানান, রোগীর অবস্থা ক্রিটিক্যাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে।

ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর