Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিমকোর্টের দুর্নীতি-অনিয়ম তদন্তের কথা বলেছি: আইনমন্ত্রী


৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সুপ্রিমকোর্টের দুর্নীতি-অনিয়মের বিষয়ে  তদন্তের প্রয়োজন আছে উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘আমার বিশ্বাস বিচার বিভাগকে আরও পরিচ্ছন্ন করতে যেসব জায়গায় তদন্ত করা দরকার তা প্রধান বিচারপতি করবেন।’

সোমবার (০৬ ফেব্রুয়ারি) নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিমকোর্টে দুর্নীতি-অনিয়ম নিয়ে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা হয়েছে। অনেক জ্যেষ্ঠ আইনজীবী অ্যাটর্নির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। আমি প্রধান বিচারপতিকে বলেছি, এই অভিযোগগুলোর তদন্ত করার প্রয়োজন আছে এবং তিনি তদন্ত করবেন বলে আমার বিশ্বাস।’

তিনি বলেন, ‘নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাতে এসেছিলাম। এর আগে প্রধান বিচারপতি ছিলেন মোজাম্মেল হোসেন। তখনো তার সাথে আমি দেখা করেছি। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে আমি দেখা করেছি। অস্থায়ী প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গেও দেখা করেছি।’

আনিসুল হক বলেন, ‘আমি এর আগেও বলেছি, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা এই তিনটার মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে কাজ করে আইন মন্ত্রণালয়। আমি এবারও বলেছি সেই সেতুবন্ধন অটুট রাখার জন্য এবং আমার সহযোগিতারর ঘাটতি কোথাও হবে না।’

বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কথা বলা প্রয়োজন উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘আমি কিন্তু সে ব্যাপারে সব-সময়ই অত্যন্ত সতর্কতা দেখিয়েছি। আমার কোনো বক্তব্যে কখনো বিচার বিভাগকে ছোট করিনি এই সরকারও কখনোই বিচার বিভাগকে কোনো কারণেই উপেক্ষা করেনি।’

মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি এসকে সিনহা বিচারপতিদের দীর্ঘসূত্রিতার রায় অনেক বিষয়েই বিতর্কের সৃষ্টি করেছেন এবং সেগুলোকে আমার হ্যান্ডেল করতে হয়েছে। আমি আইনানুগভাবে হ্যান্ডল করেছি। আজকেও আমি মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি। মাননীয় প্রধান বিচারপতিকে যে সহযোগিতা, আমাদের কী করণীয়, সে নির্দেশনা চেয়েছি এবং সহযোগিতার কথা বলেছি। তার নির্দেশনা পেলেই যেখানে যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে নিশ্চয়ই সহযোগিতা করব।’

বিচারপতি নিয়োগ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘একটু অপেক্ষা করেন শীঘ্রই বিচারক নিয়োগ হবে।’

দুপুর ২টা ৩৫ মিনিট থেকে ৩টা ০৫ মিনিট পর্যন্ত নতুন প্রধান বিচারপতির সঙ্গে তার খাস কামরায় সাক্ষাৎ করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

সারাবাংলা/এজেডকে/আইজেকে


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর