Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেক হাসপাতালে একদিনে ২৩ ডেঙ্গু রোগী ভর্তি


১ আগস্ট ২০১৯ ১১:১২

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়েই ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দু’জনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বর্তমানে হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের বিশেষ ডেঙ্গু কর্নার ও ওয়ার্ডে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ডা. সাইফুল সারাবাংলাকে বলেন, হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিতে ভর্তি হচ্ছেন। তাদের সুষ্ঠু চিকিৎসার জন্য মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমানকে প্রধান করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড সার্বক্ষণিক রোগীদের চিকিৎসার মনিটরিং করছেন।

ডা. সাইফুল আরও জানান, রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত যেসব রোগী চিকিৎসা নিতে এসেছেন, তাদের সবাই ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন। ডেঙ্গু রোগীদের মশারির মধ্যে রাখা হয়েছে।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন।

ডেঙ্গু ডেঙ্গু রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রামেক হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর