খেতে সাপের কামড়, রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
১০ নভেম্বর ২০২৪ ১৮:২৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৮:৪১
রাজশাহী: রাজশাহীতে শাহিনুর ইসলাম (৩০) নামের এক কৃষক খেতে কাজ করার সময় রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। কামড় দেওয়া ওই সাপকে পিটিয়ে মেরে হাসপাতালে নিয়ে গেছেন আক্রান্ত কৃষক।
রোববার (১০ নভেম্বর) সকালে জমিতে কাজ করার সময় ওই কৃষককে সাপে কামড় দেয়। তাকে রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত কৃষক শাহিনুর ইসলাম চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামের কয়নাল হোসেনের ছেলে।
শাহিনুর ইসলাম জানায়, সকালে তিনি জমিতে কাজ করার সময় রাসেলস ভাইপারটি তার পায়ে কামড় দেয়। এসময় তিনি সাপটিকে পিটিয়ে মেরে পেলেন। হাসপাতালে আসার সময় তিনি সাপটি সঙ্গে আনেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা.শংকর কে বিশ্বাস বলেন, শাহিনুরের পা ফুলে গেছে। তবে অন্য কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি। কামড়ের প্রায় দেড় ঘণ্টা পর তিনি মৃত রাসেলস ভাইপার সাপসহ হাসপাতালে আসেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সারাবাংলা/এসআর