Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর কাছে চিঠি লিখলেন ঢাবি শিক্ষার্থীরা


২ আগস্ট ২০১৯ ২২:২১

ঢাবি: শোকের মাস আগস্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিঠি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রায় ৩০০ শিক্ষার্থী।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‌’পিতার কাছে চিঠি’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একটি সাদা পাতায় বঙ্গবন্ধুর প্রতি তাদের মনে জমে থাকা অব্যক্ত কথামালা লিখেন। চিঠির ডাক টিকিটে বঙ্গবন্ধুর ঠিকানায় লেখা ছিল ‘বাংলাদেশ’ এবং পোস্ট কোড নং ছিল ‘১৯৭১’। পরে চিঠিগুলো একসাথে ফানুসে করে আকাশে উড়িয়ে দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ও ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রলীগ সভাপতি শোভন বলেন, ‘এদেশের প্রতিটি তরুণই এক একজন বঙ্গবন্ধু। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে খুনিরা ভেবেছিলো তাঁর নাম ইতিহাস থেকে মুছে দেবে। কিন্তু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহাগ বলেন, ‘ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু ছিলেন আমার স্বপ্নের নায়ক। আজ প্রতীকীভাবে হলেও তাঁর কাছে চিঠি লিখতে পেরে খুব ভালো লাগছে।’

শামসুন্নাহার হলের প্রথম বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান বলেন, ‘যদিও বঙ্গবন্ধুকে বাস্তবে দেখার সৌভাগ্য হয়নি কিন্তু তাঁর কাছে চিঠি লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

বিজ্ঞাপন

৩০০ শিক্ষার্থীর চিঠি ছাত্রলীগের সভাপতি ঢাবি শিক্ষার্থী বঙ্গবন্ধুকে চিঠি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর