Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় জেলা প্রশাসনের বুক রিভিউ প্রতিযোগিতা পিছিয়ে ৬ ও ৭ আগস্ট


৩ আগস্ট ২০১৯ ১৫:৪৪ | আপডেট: ৩ আগস্ট ২০১৯ ১৫:৪৭

ঢাকা: ‘মুজিব বর্ষ-২০২০’ উৎযাপন উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের বুক রিভিউ প্রতিযোগিতার তারিখ পিছিয়ে ৬ ও ৭ আগস্ট দিন ঠিক করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহেতেশাম রেজা সারাবাংলাকে জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা থাকায় নতুন করে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, প্রথমে ৩ ও ৫ আগস্ট প্রতিযোগিতার দিন ঠিক করা হলেও প্রাথমিক স্কুলে পরীক্ষা শুরু হওয়ায় তারিখ পেছানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ৬ আগস্ট ও উপজেলা পর্যায়ে ৭ আগস্ট নতুন তারিখ ধার্য করা হয়েছে।

এর আগে গত ২১ জুলাই পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিব বর্ষ-২০১৯’ উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০-এর একটি অন্যতম অভিলক্ষ্য এসডিজি-৪; মানসম্মত শিক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ও জেলা পর্যায়ে ‘বুক রিভিউ প্রতিযোগিতা-২০১৯’ আয়োজনের উদ্যোগ নেয়।

চারটি বিভাগে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এ বুক রিভিউ প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হবে।

গত বছরের ৬ জুলাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০২০ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে উদযাপনের ঘোষণা দেন। তারই আলোকে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন।

পঞ্চগড় প্রতিযোগিতা মুজিব বর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর