Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বাড়ছে ডেঙ্গু রোগী


৩ আগস্ট ২০১৯ ১৮:২৭

গাজীপুর: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী। বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৭১ জন হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩ আগস্ট) বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণয় ভূষণ দাস সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এখন পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১৭২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৭১ জন। তবে হাসপাতালের বিছানায় জায়গা না পেয়ে অনেক রোগীকেই বারান্দায় ও ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।

তিনি আরও জানান, ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। হাসপাতালে ভর্তি রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। আমরা রোগীদের পরিপূর্ণ সেবা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

গাজীপুরে আক্রান্ত ডেঙ্গু ভর্তি ৭১ জন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর