Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে’


৩ আগস্ট ২০১৯ ২১:০৪

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে পরাজিত শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পদ্মা সেতু হোক খালেদা জিয়া চাননি। তিনি বলেছিলেন জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানানো হচ্ছে। যখন তারা দেখল সেতু নির্মাণ হয়ে যাচ্ছে, তখনই লন্ডন থেকে পোস্ট দেওয়া হলো এক লাখ শিশুকে বলি দিতে হবে সেতুর জন্য। এ গুজব ছড়িয়ে কিছু নিরীহ মানুষের প্রাণ তারা কেড়ে নিল।’

‘এর মধ্যে দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেল। এই সুযোগ নিয়ে তারা বেসিনে হারপিক ও ব্লিচিং পাউডার ঢালার গুজব ছড়িয়ে দিল। পরিবেশের ক্ষতি করতে এই গুজব ছড়িয়েছে বিএনপি। ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যাপক পদক্ষেপ নেওয়ায় তাদের এই কৌশল সফল হয়নি। গুজবের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’ বলেন তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুকে হত্যার বিচারের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল, তাদের বিচার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের নীলনকশা এবং পটভূমি তৈরিতে যারা জড়িত ছিল তাদের বিচার করা যায়নি। ইতিহাসের স্বার্থে তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা কুশীলব তাদের মুখোশ উন্মোচন করতে একটি কমিশন গঠন করা হবে।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে, সিঙ্গাপুর-মালেশিয়ার চেয়েও উন্নত রাষ্ট্র হতো বাংলাদেশ। দেশ যখন সমৃদ্ধির পথে যাচ্ছিল তখনই এ দেশ যারা চায়নি তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।’

চট্টগ্রামের কালুরঘাটে সড়কসহ রেলসেতু নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কালুরঘাট সেতু নির্মাণ নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে তা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।’

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, আ হ ম নাসির উদ্দিন প্রমুখ।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর