Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতলক্ষ্যায় নৌকাডুবি: ৪ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার


৩ আগস্ট ২০১৯ ২১:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: ৪ দিন পর নিখোঁজ শ্রমিক নাজির আহমেদের (৫৫) এর মৃতদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলার ও যাত্রীবাহী নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি পানিতে ডুবে গিয়েছিলেন।

শনিবার (৩ আগস্ট) দুপুরে সোনারগাঁও থানার চর কিশোরগঞ্জ এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত শ্রমিক নাজির আহামেদ বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়ার নাজিরাপট্টি এলাকার মৃত আমিন আলী মিয়ার ছেলে।

জানা যায়, গত ৩০ জুলাই বিকেলে বন্দর থানার দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত আমিন আলী মিয়ার ছেলে দিনমজুর নাজির আহামদ নারায়ণগঞ্জ থেকে নৌকাযোগে বন্দরের ১নং খেয়াঘাটের দিকে রওয়ানা হয়। ওই সময় বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনাকবলিত নৌকার যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও দিনমজুর নাজির আহামেদ পানিতে তলিয়ে যান।

বিজ্ঞাপন

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ দিন নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে সোনারগাঁ থানা পুলিশ চর কিশোরগঞ্জ এলাকা থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিখোঁজ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর