Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুজ্বরে কুমেক হাসপাতালে ভর্তি আরও ১৬ জন


৪ আগস্ট ২০১৯ ১১:৪৮

কুমিল্লা: কুমিল্লার হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনিবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে রোববার (৪ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘এখন পর্যন্ত ১৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৯৩ জন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন।

ডা. স্বপন কুমার অধিকারী আরও জানান, আক্রান্ত রোগীদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়। তাছাড়া এ পর্যন্ত কেউ মারা যায়নি। তবে হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় সাধারণ রোগীরাও ভুগছেন শয্যা সংকটে।

এদিকে, ডেঙ্গু নিয়ে আতঙ্কে আছেন কুমিল্লার সাধারণ মানুষ। এখন পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি ওয়ার্ডে চারশোর বেশি মানুষ রক্ত পরীক্ষা করতে এসেছেন। এদের মধ্যে মাত্র ১২ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীর স্বজনরা জানিয়েছেন, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোন ওয়ার্ডের ব্যবস্থা করা যায়নি। ফলে তাদের অনেকেই হাসপাতালের মেঝেতে শুয়েই চিকিৎসা নিচ্ছেন।

কুমিল্লায় ডেঙ্গু রোগী বাড়ছে কুমেকে ভর্তি নতুন ১৬ মোট চিকিৎসাধীন ৭০ হাসপাতালে শয্যা সংকট