Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানবতার কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে’


৪ আগস্ট ২০১৯ ১৬:৫০

ঢাবি: মানবতার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘চাকরির জন্য অনুশীলন কেন্দ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ’ বিষয়ক দিনব্যাপী এক সেমিনারে উপস্থিত শিক্ষার্থী ও ডেলিগেটদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

রোববার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেমিনারের উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘জ্ঞান বড় সম্পদ, চর্চায় বেড়ে যায়। আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে। একসময় আমরা বিজ্ঞান ও প্রযুক্তিকে অনেক অনেক দূর এগিয়ে যাবো। কিন্তু কখনও মানবতা হারানো যাবে না। আমরা যাই করি, তা হবে মানবতার জন্য, মানুষের কল্যাণের জন্য। রোবটের জন্য নয়। আমরা আমাদের জন্য কাজ করি। আমরা রোবট নই।’

মন্ত্রী বলেন, ‘এখন বিজ্ঞান ও শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযুক্তি ঘটানোর যুগ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই সমন্বয় ঘটাতে পারছি না। আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পের সংযুক্তি ঘটাতে হবে।’

বক্তব্য দেওয়ার আগে মন্ত্রী ইয়াফেস ওসমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের লেখা একটি শোক কবিতা পাঠ করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘শিল্প ও শিক্ষায়তানের মধ্যে একটি ঘনিষ্ঠ সংযুক্তি থাকা আমাদের জন্য প্রয়োজনীয়। বিশ্ববিদ্যালয়গুলো কিছু ধারণা উদ্ভাবন ও কিছু তত্ত্ব বিকশিত করবে। কিন্তু সেগুলোর ব্যবহারিকতা ও প্রযোজ্যতা বাস্তবায়ন করবে শিল্প। তাই বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে সংযুক্তি ঘটানো বাধ্যতামূলক।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন। এছাড়া জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিভূতি রয় ও সিঙ্গাপুর ফেস্টো লিমিটেডের শিক্ষা সেবার ব্যবস্থাপক মি. ফু টেক কুং সেমিনারে উপস্থিত ছিলেন।

বিজ্ঞান বিজ্ঞান প্রযুক্তি

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আজ
২৫ নভেম্বর ২০২৪ ১০:৫০

আরো

সম্পর্কিত খবর